ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সারের সংকট নেই, কয়েক দিন পর বাংলাদেশই রপ্তানি করবে: শিল্পমন্ত্রী

২০২৪ জানুয়ারি ২১ ১৪:২১:১৫
সারের সংকট নেই, কয়েক দিন পর বাংলাদেশই রপ্তানি করবে: শিল্পমন্ত্রী

রোববার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল মজিদ এসব কথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, দেশে যে পরিমাণ সার উৎপাদন হচ্ছে, তা সংরক্ষণ করাই কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু পর্যাপ্ত থাকলেও সেভাবে দাম কমার কোনো সম্ভাবনা নেই। গ্যাস সংকট সার উৎপাদনে কোনো প্রভাব ফেলছে না বলেও জানান শিল্পমন্ত্রী৷

বৈঠকে নতুন সরকারের সঙ্গে পরবর্তী ৫ বছর শিল্পখাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

ভারতীয় হাইকমিশনার বলেন, শিল্পখাতে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, রূপির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর