ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নতুন সরকারের সঙ্গে বিভিন্ন সেক্টরে কাজ করার প্রত্যয় চীনের

২০২৪ জানুয়ারি ১৯ ১৪:৫৮:০৭
নতুন সরকারের সঙ্গে বিভিন্ন সেক্টরে কাজ করার প্রত্যয় চীনের

এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে চীনের উল্লেখযোগ্য ভূমিকা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির জন্য তিনি তাকে অনুরোধ করেন।

পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এর কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমান সৌজন্য সাক্ষাৎ করেন।

মার্টিন হল্টমানকে বাংলাদেশের প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়াতে অনুরোধ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবিত ‘জাতীয় লজিস্টিক্স উন্নয়ন নীতি’ বাস্তবায়নে আইএফসি-এর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

তিনি বাংলাদেশে রিভারাইন অভিগম্যতা বাড়ানো এবং বন্দর ও জেটি নির্মাণে আইএফসি এর সহযোগিতার অনুরোধ করেন। আইএফসি এর কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমান বাংলাদেশের আবাসন খাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি র জনগণকে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেন।

পৃথক সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়, চীন দূতাবাস এবং আইএফসি-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর