ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জামিন আবেদন নাকচ, মির্জা ফখরুল-আব্বাস কারাগারে

২০২২ ডিসেম্বর ০৯ ১৭:৫০:৪১
জামিন আবেদন নাকচ, মির্জা ফখরুল-আব্বাস কারাগারে

শুক্রবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদলত পল্টন থানায় করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। ওই সময় আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। অন্যদিকে আসামিপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রাজধানীর পল্টন থানার মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

শুক্রবার তাদের আদালতে হাজিরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে শুনানি হবে।

আলম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর