ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ডিএসই সূচকে যোগ হচ্ছে ১৬ কোম্পানি, বাদ ৮৩টি

২০২৪ জানুয়ারি ১৯ ০৮:০৪:২৩
ডিএসই সূচকে যোগ হচ্ছে ১৬ কোম্পানি, বাদ ৮৩টি

পাশাপাশি অর্ধবার্ষিক ব্লু-চিফ সূচক ডিএস-৩০ সমন্বয় করেছে ডিএসইর ইনডেক্স কমিটি। যা আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

ডিএসই জানিয়েছে, ডিএসইএক্স সমন্বয়ে নতুন করে ১৬টি কোম্পানি যুক্ত হচ্ছে এবং বাদ যাচ্ছে ৮৩টি কোম্পানি। সমন্বয়ের ফলে ডিএসইএক্সে অন্তর্ভুক্ত কোম্পানির মোট সংখ্যা দাঁড়ায় ২৫০। ডিএস-৩০ সমন্বয়ে নতুন করে কোম্পানি যুক্ত হচ্ছে ছয়টি। বাদ পড়ছেও ছয়টি।

অন্যদিকে ডিএসএমইএক্স সূচকে নতুন করে যুক্ত হচ্ছে তিন কোম্পানি। বাদ পড়ছে না একটিও। সমন্বয়ের ফলে ডিএসএমইএক্সে অন্তর্ভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়াচ্ছে ১৬।

২০১৩ সালে ডিএসইএক্স ও ডিএস-৩০ সূচক চালু করে ডিএসই। ডিএসইএক্স বাজারের মোট ইকুইটি মূলধনের ৯৭ শতাংশ প্রতিফলিত করে।

অন্যদিকে বাছাইকৃত ৩০ কোম্পানির সূচক ডিএস-৩০কে ব্লু চিপ শেয়ার বলা হয়। এছাড়া শরিয়াহ নীতি অনুসারে গঠিত স্টকগুলোর সূচক ডিএসইএস। এসএমই প্লাটফর্মে কেবল একটি সূচকই কার্যকর রয়েছে, তা হলো ডিএসমইএক্স।

প্রতি বছর একবার ডিএসএমইএক্স সূচক সমন্বয় করা হয়। আর বছরে দুবার ডিএস-৩০ সূচক ও একবার সমন্বয় করা হয় ডিএসইএক্স সূচক।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর