ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাকার প্রবেশমুখে শক্ত তল্লাশি, বাড়তি ৫০০ পুলিশ মোতায়েন

২০২২ ডিসেম্বর ০৯ ১৫:৪১:২৬
ঢাকার প্রবেশমুখে শক্ত তল্লাশি, বাড়তি ৫০০ পুলিশ মোতায়েন

শুক্রবার চেকপোস্টের সংখ্যা বেড়েছে; মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পাঁচ শতাধিক পুলিশ। এদিন দুপুর ১টায় সাভারের সড়কগুলো ঘুরে দেখা যায়, পয়েন্টে পয়েন্টে রয়েছে অতিরিক্ত পুলিশ। তবে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আওয়ামী লীগের সমাবেশস্থল ঘিরে রয়েছে অতিরিক্ত পুলিশ।

এ ছাড়া এই সড়কের হেমায়েতপুর, সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাভারের আমিনবাজার ও বিরুলিয়ায় গত বুধবার থেকেই দুটি চেকপোস্ট রয়েছে।

আশুলিয়ায়ও বুধবার থেকে কবিরপুর ও আশুলিয়া বাসস্ট্যান্ডে দুটি চেকপোস্ট থাকলেও শুক্রবার বেড়েছে চেকপোস্টের সংখ্যা। শুক্রবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর, বাইপাইল, নবীনগর বাসস্ট্যান্ডে যোগ হয়েছে তিনটি চেকপোস্ট।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর