ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সূচক বাড়লেও কমেছে শেয়ারবাজারের লেনদেন

২০২৪ জানুয়ারি ১৭ ১৭:০৬:১৪
সূচক বাড়লেও কমেছে শেয়ারবাজারের লেনদেন

এদিন দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স – ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ- ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, দর কমেছে ৯৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮৭ টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৭৫টির, কমেছিল ৪৫টির এবং অপরিবর্তিত ছিল ৮৫টি প্রতিষ্ঠানের।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর