ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গুজরাটে বিজেপির রেকর্ড জয়, হিমাচল কংগ্রেসের নিয়ন্ত্রণে

২০২২ ডিসেম্বর ০৯ ১৫:২৪:১৫
গুজরাটে বিজেপির রেকর্ড জয়, হিমাচল কংগ্রেসের নিয়ন্ত্রণে

গুজরাট রাজ্যের ১৮২ আসনের রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেকর্ড ভেঙে ১৫৬ আসনে জয় পেয়েছে বিজেপি।

রাজ্যটিতে কংগ্রেস পেয়েছে মাত্র ১৭টি আসন এবং আম আদমি পার্টি (এএপি) পেয়েছে ৫টি আসন।

এদিকে ৬৮ আসনের হিমাচল রাজ্যে কংগ্রেস জিতেছে ৪০টি আসনে। ক্ষমতাসীন দল বিজেপি ২৫টি আসনে এবং অন্যরা পেয়েছে ৩টি আসন।

এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা জানায়, ২৭ বছর ধরে গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। গত কয়েক দশক ধরেই গুজরাটে কংগ্রেস-বিজেপির দ্বিমুখী লড়াই হয়েছে। বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়ার রেকর্ড এখন বিজেপির। এর আগে কোনো দল বিধানসভা নির্বাচনে এত আসনে জেতেনি।

গুজরাটে কংগ্রেসের ভোট গতবারের তুলনায় কমেছে ১৫ শতাংশ। আম আদমি পার্টি পেয়েছে ১৪ শতাংশ ভোট। আগামী ১২ ডিসেম্বর ভুপেন্দ্র প্যাটেল ও তার মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ নিতে পারেন বলে জানিয়েছেন গুজরাট বিজেপির সভাপতি সিআর পাটিল।

এবার কংগ্রেস থেকে হার্দিক প্যাটেলসহ একাধিক নেতা ও বিধায়ক বিজেপিতে যোগ দেন। অল্পেশ ঠাকোরের মতো প্রভাবশালী নেতারাও বিজেপির খাতায় নিজেদের নাম লেখান। এ কারণে বিজেপি সেই আসনগুলোতে জয়ী হয়েছে।

এ নির্বাচনের মধ্য দিয়ে মোদি-অমিত শাহ আবারও প্রমাণ করলেন, তাদের দুর্গ ভাঙার ক্ষমতা কংগ্রেস বা এএপির নেই। নির্বাচনী এ ফলে গুজরাটের রাজধানী গান্ধীনগরে বিজেপি অফিসে শত শত কর্মী-সমর্থককে দেখা যায় ড্রাম বাজিয়ে নাচ-গান করছে।

মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল এক টুইট বার্তায় বলেন, ‘বিজেপির সুশাসনের প্রতি মানুষের অটল বিশ্বাসের জয় হয়েছে। ধন্যবাদ গুজরাট!’

অন্যদিকে হিমাচল প্রদেশে এবার কংগ্রেসের নির্বাচনী দায়িত্বে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তার অনুরোধ সত্ত্বেও ভারত জোড়ো যাত্রা ছেড়ে রাহুল গান্ধী হিমাচল প্রদেশে প্রচারে যাননি।

নির্বাচনী প্রচারের দিক থেকে বিজেপির তুলনায় কংগ্রেস বেশ পিছিয়ে ছিল। তা সত্ত্বেও কংগ্রেস রাজ্য দখল করলে। এ ঘটনাকে কংগ্রেসের জন্য বড় ধরনের সাফল্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর