ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তুলে নেয়ার অভিযোগ

২০২২ ডিসেম্বর ০৯ ১১:০৩:৪৯
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তুলে নেয়ার অভিযোগ

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমকে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত ৩টার পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসভবন থেকে এবং ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।’

শুক্রবার সকাল ৬টায় রাজধানীর উত্তরা বাসায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা সাংবাদিকদের বলেন, ‘ডিবি পুলিশ বাসার আশপাশে গাড়ি নিয়ে বৃহস্পতিবার রাত ১০টা থেকেই অপেক্ষমাণ ছিল। রাস্তার লাইটও বন্ধ করে দিয়েছিল। বাসার নিচের লোকদের সঙ্গে খারাপ আচরণও করেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি মহাসচিব বেশ রাত করেই বাসায় ফিরেছেন। শরীরটা তার ভালো ছিল না। তাই এসে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যান। পরে ওরা (ডিবি) আসলে কিছু ওষুধপত্র নিয়ে চলে যান।’

এদিকে, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের অভিযোগ, সমাবেশের ভেন্যু পরিদর্শন শেষে বাসায় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা আব্বাস। পরে নেতারা বাসা থেকে বের হয়ে গেলে সাদা পোশাকের পুলিশ একটি গাড়িতে করে তাকে নিয়ে যায়।

তবে বিএনপির এই দুই নেতাকে তুলে নেওয়ার বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর