ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাপ্তাহিক লেনদেনের নেতৃত্বে আমরা নেটওয়ার্ক

২০২২ ডিসেম্বর ০৯ ০৯:২৬:১০
সাপ্তাহিক লেনদেনের নেতৃত্বে আমরা নেটওয়ার্ক

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির১ কোটি ৪৭ লাখ ২৪ হাজার ৮৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৩৮ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৩ লাখ ৩ হাজার ৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৩ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেবসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯০ লাখ ৮৩ হাজার ৩১৯টি শেয়ার লেনদেন হয়েছে।যার বাজার মূল্য ৬৯ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার টাকা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ৫৪ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৪২ কোটি ২ লাখ ৪৬ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪০ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৩৭ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার টাকার, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ৩৭ কোটি ৬১ লাখ ১৮ হাজার টাকার, নাভানা ফার্মার ৩৫ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকার এবং এডিএন টেলিকমের ৩৩ কোটি ৪৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর