ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শপথ করেই বিমানবন্দরে ছুটলেন ব্যারিস্টার সুমন

২০২৪ জানুয়ারি ১২ ১০:১০:৪০
শপথ করেই বিমানবন্দরে ছুটলেন ব্যারিস্টার সুমন

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে এমপি হিসেবে শপথ নেওয়ার পরই তিনি ছুটে যান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পরে সেখানে এক দুবাইপ্রবাসীর কাছ থেকে শোনেন যাত্রাপথে তাঁর কী সমস্যা হয়েছে।

পরে ব্যারিস্টার সুমন ওই যাত্রীকে স্যালুট করে বলেন, ‘আপনাদের কষ্টে অর্জিত রেমিট্যান্স আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আপনাদের পাশে থাকা এবং সম্মান জানানো আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী বিমানবন্দরে ইতিমধ্যে থার্ড টার্মিনাল নির্মাণ করেছেন। আশা করি আপনাদের ভোগান্তি কমবে।’ ভিডিও লাইভে তাঁর এই কর্মকাণ্ড মুহূর্তেই ভাইরাল হয়। পরে তিনি ছুটে যান তাঁর কর্মক্ষেত্র হাইকোর্টে।

সেখানে সহকর্মীরা তাঁকে পেয়ে আনন্দ-উল্লাস করেন। এ ব্যাপারে ব্যারিস্টার সুমন বলেন, ‘প্রবাসীদের দেওয়া কথা রাখতে গিয়েই শপথ নিয়ে ছুটে যাই বিমানবন্দরে। সেখান থেকে উচ্চ আদালতে। পরে নির্বাচনী এলাকায় গিয়ে সবার সাথে দেখা-সাক্ষাৎ করেছি।’

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর