ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খাবারে বিষ মিশিয়ে এক পরিবারের ১১ জনকে হত্যা

২০২৪ জানুয়ারি ১১ ১০:৫১:৫৪
খাবারে বিষ মিশিয়ে এক পরিবারের ১১ জনকে হত্যা

প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার তখতি খেল শহরের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে দুজন নারী ও দুটি শিশু রয়েছে।

গতকাল বুধবার পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়, বিষ মেশানো খাবার খাওয়ার কারণে দুদিন আগেই মৃতরা মারা যান। আর খাবারগুলো ওয়াজিরিস্তান থেকে কিনে এনেছিল ভুক্তভোগীদের এক আত্মীয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, ঘরোয়া বিবাদের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।

খাইবার পাখতুনখাওয়ার তত্ত্ববধায়ক মুখ্যমন্ত্রী আরশাদ হুসাইন জানান, জড়িতদের শিগগিরই আইনের আওয়তায় আনা হবে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর