ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

৩২৫ কোম্পানির শেয়ারে নেই কোনো পরিবর্তন

২০২২ ডিসেম্বর ০৮ ১৭:০৬:৪৯
৩২৫ কোম্পানির শেয়ারে নেই কোনো পরিবর্তন

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে আজ ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৮টির, দর কমেছে ৫৬টির এবং ২১৯টির দর অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ ৩২৫টি কোম্পানির কোনো পরিবর্তন হয়নি।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.৮৫ পয়েন্ট বা ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২২৭.৮২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯২ পয়েন্ট বা ০.১৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩.৬৫ পয়েন্ট বা ০.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬১.৬১ পয়েন্টে এবং দুই হাজার ২০৩.৫৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ২৯৫ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫ কোটি ৫৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩১১ কোটি ৩২ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩.১২ পয়েন্ট বা ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩৮.৬০ পয়েন্টে। সিএসইতে আজ ১০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮টির দর বেড়েছে, কমেছে ৩৫টির আর ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর