ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ : মির্জা ফখরুল

২০২২ ডিসেম্বর ০৮ ১৬:৫১:১৩
১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ : মির্জা ফখরুল

তবে তিনি বলেন, যদি এর মধ্যে গ্রহণযোগ্য বিকল্প ভেন্যুর প্রস্তাব আসে, তাহলে তা বিবেচনা করা হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা স্পষ্ট বলেছি, আমরা আমাদের সমাবেশ অনুষ্ঠান করবো। এরজন্য আমরা নয়াপল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবো। সরকারের দায়িত্ব হচ্ছে তারা কীভাবে শান্তিপূর্ণভাবে এই সমাবেশ করবে। আমরা অবশ্যই আমাদের সমাবেশস্থলে যাবো। এখন জনগণ কী করবে, এরপর জনগণই ঠিক করবে কি হবে।’

মির্জা ফখরুল সরকারকে উদ্দেশে করে বলেন, ‘অবিলম্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে, গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি, গায়েবি ও মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারের নামে হয়রানি ও তল্লাশি বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে সকল প্রতিবন্ধকতা দূর করতে হবে। অন্যথায় সকল দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর