ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

২০২৪ জানুয়ারি ০৮ ১৬:৫৩:৩৩
দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সোমবার (৮ জানুয়ারি) গুলশানে দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

মঈন খান বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। এরই ধারাবাহিকতায় পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগামীকাল (মঙ্গলবার) ও পরদিন (বুধবার) গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, এ সময় রাজপথে, হাটে, মাঠে, ঘাটে মানুষের কাছে যাব, কথা বলব, তাদের কাছে প্রচারপত্র বিতরণ করা হবে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর