ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

যে সুখবর পেতে যাচ্ছেন শিক্ষকরা

২০২৪ জানুয়ারি ০৪ ১২:৪৩:৫৬
যে সুখবর পেতে যাচ্ছেন শিক্ষকরা

মো. ওবায়দুর রহমান বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির কাজ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। যদিও বদলির বিষয়টি আমাদের হাতে নেই। তবুও যতটুকু জেনেছি, শিক্ষকরা খুব দ্রুত খুশির খবর পাবেন।

তিনি বলেন, বেসরকারি শিক্ষকদের বদলির দাবি দীর্ঘদিনের। আমরা সমপদের বিপরীতে বদলির কথা বলেছিলাম। তবে মন্ত্রণালয় সবার মতামতের ভিত্তিতে বদলি প্রক্রিয়া চালু করবে। বিষয়টি নিয়ে কাজও শুরু হয়েছে। যতটুকু জেনেছি স্কুল-কলেজে যোগদানের একটি নির্দিষ্ট সময় পর শিক্ষকরা বদলির সুযোগ পাবেন।

এনটিআরসিএ সচিব বলেন, অনেকে বলছেন, এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ সুপারিশপ্রাপ্তরাই কেবল বদলির সুযোগ পাবেন। অনেক প্রার্থী আমাদের ফোন করে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদেরও বদলির দাবি তুলেছেন। কারা বদলির সুযোগ পাবেন, আর কারা পাবেন না, তা এখনই বলা যাচ্ছে না। বদলি নীতিমালা নিয়ে অনেক কাজ এখনো বাকি রয়েছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর