ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ড. ইউনূস কি আইনের ঊর্ধ্বে, প্রশ্ন কাদেরের

২০২৪ জানুয়ারি ০২ ১৪:০৭:০০
ড. ইউনূস কি আইনের ঊর্ধ্বে, প্রশ্ন কাদেরের

সোমবার (০১ জানুয়ারি) শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা এই মামলায় নোবেলজয়ী ড. ইউনূসসহ ৪ জনের ছয় মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। রায় ঘোষণার পর আপিলের শর্তে ড. ইউনূসকে জামিন দেন আদালত।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা অটল, অবিচল। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। নির্বাচন অনুষ্ঠানের ঐতিহাসিক দায়িত্ব নিশ্চিতভাবে পালনে নির্বাচন কমিশনকে সব সহায়তা দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।

কাদের বলেন, ‘আমরা খবর পাচ্ছি, লিফলেট বিতরণের নামে হঠাৎ করে সরব হয়ে তারা সশস্ত্র কর্মকাণ্ডে আরও ভয়াবহ পর্যায়ে লিপ্ত হতে পারে। ব্যর্থতা আর হতাশা থেকে তারা অনেক কিছুই করতে পারে। কারণ, তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে।’

যারা নির্বাচন থেকে ব্যক্তিগতভাবে সরে যাচ্ছে এটা তাদের বিষয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর