ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মমতাজের ৩ বোন সমর্থন দিলেন স্বতন্ত্র প্রার্থীকে

২০২৩ ডিসেম্বর ৩১ ২১:২৫:২২
মমতাজের ৩ বোন সমর্থন দিলেন স্বতন্ত্র প্রার্থীকে

মমতাজের বোনেরা হলেন- রেহেনা খাতুন, জাহানারা ও জয়মণ্টপ ইউপির সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভীন।

মমতাজের এই তিন বোন তার প্রয়াত পিতা মধু বয়াতির প্রথম স্ত্রীর সন্তান বলে জানা গেছে।

শনিবার রাত ১০টার দিকে মমতাজের নিজ গ্রাম উপজেলার পূর্বভাকুম ভেঙ্গা মার্কেটে নির্বাচনি উঠান বৈঠকে ফুলের মালা দিয়ে দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে সমর্থন দেন তারা।

এই সময় হাজারও মানুষ করতালি দিয়ে তিন বোনের সঙ্গে একাত্ম ঘোষণা করেন। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু মমতাজ বেগমের তিন বোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পূর্বভাকুম গ্রামবাসীর পাশে থাকার অঙ্গীকার করেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, ইউপি মেম্বার ইলিয়াস হোসেন, আবুল মান্নান সিকদার, মনসুর হোসেন প্রমুখ।

এর আগে জয়মণ্টপ ইউনিয়নের বাহাদিয়া, রাজঘাটা, রামনগর ও রায়দক্ষিণ গ্রামে উঠান বৈঠক করেন টুলু।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর