ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পিটার হাসের সফর নিয়ে যা বলল ভারত

২০২৩ ডিসেম্বর ৩০ ০৭:৩৮:১৬
পিটার হাসের সফর নিয়ে যা বলল ভারত

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই তথ্য জানান।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অরিন্দম বাগচি বলেন, ‘নির্বাচন বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয় এবং আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’

এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় এবং একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি হিসেবে বাংলাদেশের স্বপ্নকে সমর্থন করে যাবে।’

ভারত সরাসরি ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করছে এবং আসন্ন নির্বাচনকে প্রভাবিত করছে’ বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাম্প্রতিক অভিযোগের বিষয়ে উল্লেখ করে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন অরিন্দম।

তিনি বলেন, ‘আমরা তৃতীয় কোনো দেশের নীতির বিষয়ে মন্তব্য করতে চাই না।’

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের ভারত সফর সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তিনি মার্কিন রাষ্ট্রদূতের ভারত সফর নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন দেখেছেন।

এই বিষয়ে অরিন্দম বলেন, ‘এটি একটি ব্যক্তিগত সফর হতে পারে, কিন্তু আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না। তাই আমার কাছে এই মুহূর্তে বলার কিছু নেই।’

মার্কেট আওয়ার/মাসুদ

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর