ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

১৫ বছরে দেশের সবারই উন্নতি হয়েছে: সালমান এফ রহমান

২০২৩ ডিসেম্বর ২৯ ১৭:৩২:২৯
১৫ বছরে দেশের সবারই উন্নতি হয়েছে: সালমান এফ রহমান

ভোটের প্রচার চলবে আর মাত্র সপ্তাহখানেক। শুক্রবার (২৯ ডিসেম্বর) গণসংযোগে ব্যস্ত সময় পার করেন ঢাকা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান। নবাবগঞ্জের বিভিন্ন জায়গায় উঠান বৈঠকে মতবিনিময় করেন স্থানীয়দের সঙ্গে। তাদের সমস্যার কথা শুনে প্রতিশ্রুতি দেন সমাধানের।

নবাবগঞ্জের ৫ ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী মাঝেরকান্দি থেকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা চার লেন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন সালমান এফ রহমান। এছাড়া বান্দুরা ব্রিজের কাজও চলছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘এলাকায় আসতে প্রায় চার ঘণ্টা সময় লাগতো, রাস্তা এতো খারাপ অবস্থায় ছিল। এখন কিন্তু রাস্তা ঠিক হয়ে গেছে। আমরা দেড় থেকে দুঘণ্টার মধ্যে এলাকায় চলে আসতে পারি। আপনারা শুনে খুশি হবেন, এই রাস্তাটা আমরা চার লেন করে দিচ্ছি।’ বিগত ১৫ বছরে সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন সালমান এফ রহমান। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা হলে নিজ দলেরও কেউ ছাড় পাবে না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘পুলিশ, প্রশাসন—সবাইকে বলে দিয়েছি, আগামী নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হবে। এমনকি আমিও আমার নেতা–কর্মীদের বলে দিয়েছি, তারাও দুনম্বরি করলে কোনো ছাড় পাবে না। আমাদের নির্বাচনটা কিন্তু অবাধ ও নিরপেক্ষ করতে হবে।’

স্বাস্থ্যসেবার উন্নয়নে নানা উদ্যোগের কথা জানিয়ে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান সালমান এফ রহমান।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর