ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৫ গুণ : কাদের

২০২৩ ডিসেম্বর ২৯ ১১:৫৮:৪২
দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৫ গুণ : কাদের

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, দেশের আয় বাড়লে মানুষের আয়ও তো বাড়ে। কারও অস্বাভাবিকভাবে আয় বাড়লে বা দৃষ্টিকটু মনে হলে, সেটা তো এই মুহূর্তে সরকারের কিছু করার নেই। সময়মতো দেখবেন। প্রধানমন্ত্রী বলেছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন।

তিনি বলেন, আমরা এখন নির্বাচন ছাড়া আর কিছু ভাবছি না। নির্বাচনে জনগণের ব্যাপক উপস্থিতি, মানুষকে নির্বাচনমুখী করা এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়াই আমাদের মূল বিবেচনার বিষয়।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর