ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিএনপি এখনই মনোনয়ন বাণিজ্য শুরু করেছে: কাদের

২০২২ নভেম্বর ১২ ২১:০৫:৪৭
বিএনপি এখনই মনোনয়ন বাণিজ্য শুরু করেছে: কাদের

ওবায়দুল কাদের বলেন, ‘ফরিদপুরে আমরা বিএনপির অবস্থা দেখেছি, সেখানে শুধু টাকা ওড়ে, আকাশে-বাতাসে টাকা ওড়ে। কারণ সেখানে মনোনয়ন বাণিজ্য হচ্ছে। বস্তায় বস্তায় টাকা নিচ্ছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় আট বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে দুপুর ২টায় সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু খুনিদের বিচার বন্ধ করতে আইন করেছিলেন। হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে সুইস ব্যাংকে জমা করেছেন। অর্থ পাচারকারী তারেক রহমানের বিরুদ্ধে খেলা হবে। ডিসেম্বর মাসে শেখ হাসিনার ডাকে খেলা হবে।’

সেতুমন্ত্রী বলেন, ডিসেম্বরে নাকি আমাদের লাল কার্ড দেখাবে। বিএনপিকে লাল কার্ড দেখাবে বাংলাদেশের জনগণ। খেলায় বেশি ফাউল করলে লাল কার্ড। বিএনপি বেশি লাফালাফি, বেশি ফাউল করছে। তাদের বিরুদ্ধে লাল কার্ড দেখাবে বাংলাদেশের জনগণ।

সম্মেলনের প্রধান বক্তা মাহবুবউল-আলম হানিফ বলেন, আমাদের বর্তমান যে অর্থনৈতিক মুক্তি সেটাও হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। এই বাংলাদেশ ছিল চরম দরিদ্র একটি রাষ্ট্র। চরম হতাশার রাষ্ট্র। অধঃপতিত সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। শতভাগ মানুষ এখন বিদ্যুতের সুবিধা পাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্র। এখন এই উন্নয়নের ধারা অব্যাহত।

সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু। ’৭৫-র ১৫ আগস্ট থেকে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে পাকিস্তানি ধ্যান-ধারণা কায়েম করতে চেয়েছিল।

তিনি বলেন, খুনিরা ইনডেমনিটি বিলের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে খুনের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। এতিমের টাকা মেরে খালেদা জিয়া মুচলেকা দিয়ে রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। এরা খুনি সংগঠন, স্বাধীনতাবিরোধী। খুনিদের সঙ্গে কোনো আপস নেই।

হাবির/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর