ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নতুন বছরে বড় ধরনের অর্থনৈতিক ধসের শঙ্কায় ইসরায়েল

২০২৩ ডিসেম্বর ২৭ ১৭:০৫:৪১
নতুন বছরে বড় ধরনের অর্থনৈতিক ধসের শঙ্কায় ইসরায়েল

জানা যায়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের কারণে ইতিমধ্যে হাজার হাজার শ্রমিক গৃহহীন হয়েছেন। পাশাপাশি রিজার্ভ সেনাদেরও তলব করা হয়েছে। এসবের নেতিবাচক প্রভাব অবশ্যম্ভাবীভাবেই অর্থনীতির ওপর পড়বে।

তাউব সেন্টার ফর সোশ্যাল পলিসি স্টাডিজ জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের শ্রমবাজার থেকে অন্তত ২০ শতাংশ শ্রমিক অন্য জায়গায় চলে গেছে।

অনদিকে হিজবুল্লাহর হামলার কারণে লেবানন সীমান্তবর্তী শহরগুলো থেকেই বহু মানুষ পালিয়ে গেছে। গাজার সীমান্তবর্তী শহরগুলোও প্রায় জনশূন্য। এসব কারণে আগামী বছরে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হবে।

ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরের অর্থনীতিও এখন কঠিন সময় পার করছে। সেখানে ব্যাংকগুলোতে লেনদেন কমে গেছে। থেমে গেছে বিভিন্ন ধরনের উৎপাদনমুখী কর্মকাণ্ড। এর প্রভাব সরাসরি গিয়ে পড়েছে ইসরায়েলের অর্থনীতির ওপর।

এদিকে বিবিসি জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ২৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৮২ জন।

গাজার মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ২০ হাজার ৯১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ৫৫ হাজার মানুষ।

অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের ১ হাজার ২০০ জন নিহত হয়েছে। এ ছাড়া দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে গেছে হামাস।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর