ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

২০২৩ ডিসেম্বর ২৭ ১৫:৩০:৫০
শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

আজ ডিএসইতে ৪৮৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২২ কোটি ৩৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৬০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স আজ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ১৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। যারর মধ্যে দর বেড়েছিল ৫৪টির, কমেছিল ৪৬টির এবং অপরিবর্তিত ছিল ১০৮টি প্রতিষ্ঠানের।

মার্কেট আওয়ার/আওলাদ

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর