ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

অস্ত্রোপচারের সময় রোগীকে মারধর, চিকিৎসক বরখাস্ত

২০২৩ ডিসেম্বর ২৭ ১১:৩০:৩৩
অস্ত্রোপচারের সময় রোগীকে মারধর, চিকিৎসক বরখাস্ত

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনের গুইগাংয়ের একটি হাসপাতালে ২০১৯ সালে চোখের অস্ত্রোপচার করাতে যান ৮২ বছর বয়সী এক বৃদ্ধা। অস্ত্রোপচারের সময় ওই নারী অসহিষ্ণু আচরণ শুরু করে এবং চিকিৎসককে স্থানীয় ভাষায় কিছু বলতে থাকেন। এসময় চিকিৎসক তাঁকে সতর্কবার্তা দিলেও বুঝতে পারেননি ওই বৃদ্ধা। এরপর ওই চিকিৎসক ওই বৃদ্ধার মাথায় তিনটি ঘুষি মারেন।

এ ঘটনার একটি ভিডিওটি দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে শেয়ার করেছিলেন চিকিৎসক অ্যাই ফেন। উহানের করোনাভাইরাস সংক্রমণ নিয়ে যে কয়েকজন চিকিৎসক সতর্কবার্তা দিয়েছিলেন তাঁর মধ্যে অন্যতম ছিলেন ফেন। তাঁর শেয়ার করা ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে।

এক বিবৃতিতে এয়ার চীন গ্রুপের হাসপাতালটি জানায়, ওই রোগীকে অবশ করার চেষ্টা করা হয়েছিল। এরপরও তিনি এতে অসহিষ্ণু ছিলেন। তিনি তাঁর মাথা ও চোখের মণি নাড়াতে থাকেন। সতর্কবার্তা দেওয়া হলেও ওই বৃদ্ধা বুঝতে পারেননি। ওই সময় তিনি চিকিৎসককে স্থানীয় ভাষায় কিছু বলতে থাকেন। জরুরি অবস্থায় চিকিৎসক হিংস্রভাবে অস্ত্রোপচারটি সম্পন্ন করেন।

জানা গেছে, ঘটনা ভাইরাল হওয়ার পর চলতি সপ্তাহে অভিযুক্ত চিকিৎসককে বরখাস্ত করেছে হাসপাতাল কতৃপক্ষ। এ ঘটনায় ওই বৃদ্ধার কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি তাঁকে ৫০০ ইউয়ান ক্ষতিপূরণও দেওয়া হয়েছে।

ভুক্তভোগী নারীর সন্তান জানিয়েছেন, তাঁর মা আর বাঁ চোখে দেখতে পারেন না। তবে ওই অস্ত্রোপচারের কারণে তাঁর এমনটি হয়েছে কি না তা এখনও কোনো পরীক্ষায় প্রমাণিত হয়নি।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর