ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দুই কোম্পানির শেয়ারে মুনাফা তুলেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

২০২৩ ডিসেম্বর ২৩ ১৩:০১:৪৯
দুই কোম্পানির শেয়ারে মুনাফা তুলেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

কোম্পানি ২টি হলো- খান ব্রাদার্স পিপি ব্যাগ ও সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

খান ব্রাদার্স পিপি ব্যাগ : ৩১ অক্টোবর, ২০২৩ তারিখে খান ব্রাদার্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৩.১৯ শতাংশ। যা ৩০ নভেম্বর, ২০২৩ তারিখে কমে দাঁড়িয়েছে ৭.০১ শতাংশে। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৬.১৮ শতাংশ।

একই সময়ে কোম্পানিটিতে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ৫৬.৬৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬২.৮৬ শতাংশে।

আলোচ্য সময়ে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৩০.১৩ শতাংশে অপরিবর্তিত রয়েছে।

সেনা কল্যাণ ইন্সুরেন্স : ৩১ অক্টোবর, ২০২৩ তারিখে সেনা কল্যাণ ইন্সুরেন্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৪.০৬ শতাংশ। যা ৩০ নভেম্বর, ২০২৩ তারিখে কমে দাঁড়িয়েছে ৮.২৬ শতাংশে। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৫.৮০ শতাংশ।

একই সময়ে কোম্পানিটিতে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ২৫.৯৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩১.৭৪ শতাংশে।

আলোচ্য সময়ে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৬০ শতাংশে অপরিবর্তিত রয়েছে।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর