ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দাবি একটাই, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে : মির্জা ফখরুল

২০২২ নভেম্বর ১২ ২০:৫৯:৪০

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের একটাই দাবি, শেখ হাসিনাকে সংসদ থেকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে বিএনপির বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক আ ফ ম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে দুপুর ১২টার দিকে সমাবেশ শুরু হয়।

মির্জা ফখরুল বলেন, 'আপনি সংবিধানের কথা বলেন, বলছেন সংবিধানে যেমন আছে তেমনই হবে। সংবিধানে যা আছে, তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল, ১৯৯০ সালের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৪-৫টি নির্বাচন হয়েছে। তাহলে সবাই ভোট দিতে পারবে। আওয়ামী লীগ সংবিধানকে ধ্বংস করেছে। তিনি ১৯৭৫ সালে একবার এটি করেছিলেন। সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ, সমস্ত সংবাদপত্র বন্ধ এবং বাকশাল চালু করা হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ তারা দেশের আলেমদেরও হয়রানি করছে। মিথ্যা মামলায় আসামি করে তাদের কারাগারে পাঠানো হচ্ছে। এমনকি জামিনও পাচ্ছেন না তারা।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেছে- টাকা কি আমরা চিবিয়ে খেয়ে ফেলেছি? টাকা আপনারা চিবিয়ে খাননি, আপনারা গিলে খেয়ে ফেলেছেন। আপনারা রিজার্ভ গিলে খেয়ে ফেলেছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‌‘সমাবেশে যেতে পুলিশ বাধা দেয়। আওয়ামী লীগ নাকি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে! ভূতের মুখে রামনাম। তাদের গণতন্ত্র মানে গুম, খুন, মামলা, হামলা করা। তাদের এত ভয় কেন?’

তিনি বলেন, ‘ক্যাসিনো সম্রাট মুক্তি পান আর খালেদা জিয়াকে আটকে রাখা হয়। তারেক রহমানকে সাজিয়ে-গুছিয়ে মিথ্যা মামলা দিয়ে রেখেছেন। দেশে আসতে দেওয়া হয় না।’

হাবির/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর