ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সূচকের পতনে শেয়ারবাজারে কমেছে লেনদেন

২০২৩ ডিসেম্বর ২১ ১৫:১১:৫১
সূচকের পতনে শেয়ারবাজারে কমেছে লেনদেন

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৬৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৬ হাজার ২৪৯ পয়েন্টে।

এছাড়া, এদিন ডিএসইএস সূচক ২ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচক ৪ দশমিক ৮৬ পয়েন্ট কমেছে

ডিএসইতে আজ মোট ৬২৬ কোটি ৯৬ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৮৯ কোটি ৪৩ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৫৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৮টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৫৫ কোম্পানির। বাকি ১০৬ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

আজ শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১ কোটি ৫০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আজ সিএসইতে ২০৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৬৮টির। দর অপরিবর্তিত রয়েছে ৯১টি প্রতিষ্ঠানের।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর