ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইসলামি ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০২২ ডিসেম্বর ০৫ ২২:৪০:৪০
ইসলামি ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দেবে কেন্দ্রীয় ব্যাংক

সুকুক বন্ডের বিপরীতে এ সুবিধার নতুন এ ব্যবস্থার নাম হবে ‘ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি’।

বাংলাদেশ ব্যাংক বলছে, ইসলামি ব্যাংকগুলোকে প্রতিদিন চাহিদা অনুযায়ী এক কোটি থেকে আরও বেশি পরিমাণ টাকা ধার দেওয়া হবে।

তবে ১৪ দিন মেয়াদ শেষে মুনাফাসহ ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট থেকে সেই অর্থ সমন্বয় বা কেটে রাখবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে শরিয়াহভিত্তিক সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তারল্য সুবিধা দেয়া হবে। সোমবার থেকেই এটি কার্যকর হয়েছে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিত এই সুবিধা গ্রহণের জন্য একটি ফর্মে আবেদন করতে পারবে। সার্কুলারের সঙ্গে এ ধরনের আবেদন ফরমও যুক্ত করে দেয়া হয়েছে।

এ নিয়ে একটি নীতিমালা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সে অনুযায়ী, তারল্য-সুবিধার মেয়াদ হবে ১৪ দিন। তিন মাস মেয়াদি আমানতে সংশ্লিষ্ট ব্যাংকের যে মুনাফার হার, এ ক্ষেত্রেও একই মুনাফা দিতে হবে। কমপক্ষে এক কোটি টাকা তারল্যের জন্য আবেদন করা যাবে।

দেশের ৬১টি ব্যাংকের মধ্যে এখন ১০টি ইসলামি ধারার ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটির আমানত প্রায় দেড় লাখ কোটি টাকা।

অন্য ব্যাংকগুলো হলো- এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, আল-আরাফাহ্‌, স্ট্যান্ডার্ড, শাহজালাল ও আইসিবি ইসলামিক ব্যাংক।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর