ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আ.লীগের নেতাকর্মীরা ১০ ডিসেম্বর ঢাকা দখল করবে: কাদের

২০২২ ডিসেম্বর ০৫ ২২:১০:১৮
আ.লীগের নেতাকর্মীরা ১০ ডিসেম্বর ঢাকা দখল করবে: কাদের

তিনি মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের নেতাকর্মীরা মহানগর, পাড়া-মহল্লা, অলি-গলি, জেলা উপজেলা, থানা, ইউনিয়ন, শহর, গ্রাম সব জায়গায় সতর্ক পাহারায় থাকবে। বিএনপি বিআরটিসির গাড়ি পুড়িয়েছে। তারা আগুন নিয়ে আসবে, লাঠি নিয়ে আসবে। এ জন্যই পার্টি অফিসের সামনে সমাবেশ করতে চায়।’

সোমবার দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের জিয়াউর রহমানকে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড উল্লেখ করে বলেন, ‘পলাশীর মীরজাফর এখানে খন্দকার মোস্তাক, খুনি। ওখানে সেনাপতি ইয়ার লতিফ এখানে সেনাপতি জিয়াউর রহমান। বিশ্বাসঘাতক। জিয়াউর রহমান ১৫ আগস্টে পৃথিবীর ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ডে তিনিই ছিলেন মাস্টারমাইন্ড।’

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এএইচএম খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর