ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রিজভী-ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২২ ডিসেম্বর ০৫ ২১:৫৭:০৪
রিজভী-ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীর বিরুদ্ধে ১ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তবে সেটি জানাজানি হয় আজ সোমবার।

অন্যদিকে, দুই বছর আগে করা নাশকতার এক মামলায় হাজিরা না দেয়ায় সোমবার ইশরাকের বিরুদ্ধে এই পরোয়ানা জারি হয়।

ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে সোমবার হাজিরার কথা থাকলেও যাননি ইশরাকসহ ১৩ জন। তারা সময়ের আবেদন করলেও তা গ্রহণ করেননি বিচারক।

২০১২ সালের ১২ সেপ্টেম্বর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন দেয়ার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজকে আসামি করে মামলা করা হয়।

গত ১ ডিসেম্বর মামলাটির অভিযোগ গঠন শুনানির তারিখ ছিল। সে দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন হাজিরা দেন। কিন্তু রিজভীসহ তিনজন হাজির হননি। এরপর বিচারক তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর