ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

হাইকোর্টেও বাতিল শামীম হকের প্রার্থিতা

২০২৩ ডিসেম্বর ১৮ ১২:১০:২৪
হাইকোর্টেও বাতিল শামীম হকের প্রার্থিতা

সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি ইকবাল কবীর ও মনিরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ দ্বৈত নাগরিকত্ব থাকায় এ আদেশ দেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে শামীম হকের প্রার্থিতা বাতিল করা হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।

এর আগে, ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ও আওয়ামী লীগের প্রার্থী শামীম হক একে অপরের প্রার্থিতা বাতিল চেয়ে পাল্টাপাল্টি আপিল করেছিলেন নির্বাচন কমিশনে।

তাদের দু’জনের বিরুদ্ধেই দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ছিল। শামীম হকের দাবি, আজাদ যুক্তরাষ্ট্রের নাগরিক। আর এ কে আজাদের দাবি, শামীমের নাগরিকত্ব আছে নেদারল্যান্ডের।

পরে নির্বাচন কমিশন অভিযোগের সত্যতা না পাওয়ায় এ কে আজাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে এবং শামীম হকের প্রার্থিতা বাতিল করেন।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর