ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মুনাফা তুলেছে শীর্ষ চার কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৩ ডিসেম্বর ১৬ ১৪:৩১:২৫
মুনাফা তুলেছে শীর্ষ চার কোম্পানির বিনিয়োগকারীরা

কোম্পানিগুলোর মধ্যে ৬ কোম্পানির শেয়ারদর বাড়লেও কমেছে চার কোম্পানির শেয়ারদর। কোম্পানিগুলো হলো-খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, অ্যাডভেন্ট ফার্মা, ইয়াকিন পলিমার ও এসকে ট্রিমস।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আলোচ্য সপ্তাহে বড় বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ার থেকে মুনাফা তুলেছেন। যার ফলে কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের শীর্ষ তালিকায় থাকলেও শেয়ার দামে পতন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের ব্যবধানে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারদর কমেছে ৯.২৯ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ১.৫৬ শতাংশ, ইয়াকিন পলিমারের ১.৮৮ শতাংশ ও এসকে ট্রিমসের ১.৪৫ শতাংশ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বড় বিনিয়োগকারীরা যদি চলতি সপ্তাহেও কোম্পানিগুলোর শেয়ার থেকে মুনাফা তোলার প্রক্রিয়ায় থাকেন, তাহলে চলতি সপ্তাহেও কোম্পানিগুলোর শেয়ার দামে নেতিবাচক প্রবণতা থাকবে। আর যদি তারা কোম্পানিগুলোর শেয়ার কেনার প্রবণতায় থাকেন, তাহলে কোম্পানিগুলোর শেয়ারদর ইতিবাচক ধারায় ফিরে আসতে পারে।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর