ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

প্রচারণার সময় নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে চড় মারার চেষ্টা

২০২৩ ডিসেম্বর ১৫ ১৫:১০:৫১
প্রচারণার সময় নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে চড় মারার চেষ্টা

জানা যায়, বৃহস্পতিবার কোশি প্রদেশের ধনকুটা এলাকায় নির্বাচনী প্রচারণার কাজে গিয়েছিলেন কেপি শর্মা অলি। এসময় কর্মীরা তাঁকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন তখন এক যুবক এগিয়ে এসে আচমকা তাঁকে চড় মারার চেষ্টা করেন। এ ঘটনার পর অভিযুক্ত যুবক মহেশ রায়কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

নেপালের কোশি প্রদেশের পুলিশ কর্মকর্তা রাজেশনাথ বাস্তোলা বলেন, হামলার চেষ্টার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি।

এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। তাতে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী ও সিপিএন-ইউএমএল কর্মীরা ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছেন।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর