ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঋণের সুদহার নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও এবিবির বিপরীতমুখী বক্তব্য

২০২২ ডিসেম্বর ০৪ ২২:৩৬:০৯
ঋণের সুদহার নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও এবিবির বিপরীতমুখী বক্তব্য

কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে, সুদ হার বাড়ানোর মতো কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নেয়নি। সুদ হার বাড়ানো জন্য কোনো প্রজ্ঞাপনও জারি করেনি।

রোববার (৪ ডিসেম্বর) বাংলা‌দেশ ব্যাংকে ব্যাংকার্সদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর আবদুর রউফ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, সংশ্লিষ্ট নির্বাহী পরিচালক ও বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকরা।

সভা শেষে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ভোক্তা ঋণের সর্বোচ্চ সুদের হার মৌখিকভাবে ১২ শতাংশ পর্যন্ত উন্নীত করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে আমরা বাস্তবায়নও করেছি।

এ বিষয়ে লিখিত কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সব বিষয়ে লিখিত নির্দেশনার প্রয়োজন হয় না। মৌখিকভাবেও অনেক নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ব্যাংক ঋণের সুদ হার বাড়ানোর বিষয়ে কোনো মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি। সর্বোচ্চ ৯ শতাংশ সুদের বিষয়টি সার্কুলার জারি করে বাস্তবায়ন করা হয়েছিল। এটি এখনও বহাল আছে। ভোক্তা ঋণের ক্ষেত্রে বাড়ানোর প্রয়োজন হলে আবারও প্রজ্ঞাপন জারি করা হবে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর