ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দেড় বছর টোল জমা পড়ার পর জানা গেল, গোটাটাই ভুয়া!

২০২৩ ডিসেম্বর ১৩ ১১:২৯:২৩
দেড় বছর টোল জমা পড়ার পর জানা গেল, গোটাটাই ভুয়া!

নিত্যদিনই প্রতারণার নানা ফন্দি-ফিকির সামনে আসছে। এবার সরকারের নামেও প্রতারণা চক্রের তথ্য সামনে এল। ভারতের গুজরাটের মোরবিতে গজিয়ে উঠেছিল এই নকল টোল প্লাজা। বামানবোর-কচ্ছ জাতীয় সড়কে যুক্ত হয় একটি রাস্তায়, ব্যক্তিগত জমির উপরে তৈরি করা হয় এই টোল প্লাজা।

হুবহু আসল টোল প্লাজার মতোই দেখতে সেই টোল প্লাজা, ফারাক ছিল শুধুমাত্র আসল টোল প্লাজার অর্ধেক টোল বা ফি লাগত এই টোল প্লাজায়। সাধারণ মানুষ তো প্রতারিত হনই, তবে দেড় বছর ধরে পুলিশ-প্রশাসনও ঘুণাক্ষরে টের পাননি।

মোরবির ওই রাস্তার উপরে অবস্থিত ‘আসল’ ভাগাসিয়া টোল প্লাজার ম্যানেজার জানান, ওই জমির মালিক প্রকাশ্যে টাকা লুট করছিলেন প্রতিদিন। বিগত দেড় বছর ধরে এই প্রতারণা করছিলেন তারা। অর্ধেক টাকা টোলের টোপ দিয়ে আসল রুট থেকে গাড়ি ঘুরিয়ে ওই পথ দিয়ে জাতীয় সড়কে পাঠানো হত গাড়ি-ট্রাক।

সম্প্রতিই এক কর্মকর্তার টোল প্লাজার কর্মীদের কথাবার্তাতে সন্দেহ হয়। এরপরই তদন্ত শুরু হয়। পুলিশ ও আধিকারিকরাও তদন্ত করে দেখেন যে টোল প্লাজাটি নকল। এরপরই অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর