ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পতন প্রবণতায়ও ফ্লোর প্রাইস ভেঙ্গেছে এক শেয়ার

২০২৩ ডিসেম্বর ১২ ১৬:৪৬:১৪
পতন প্রবণতায়ও ফ্লোর প্রাইস ভেঙ্গেছে এক শেয়ার

আজ মঙ্গলবার (১২ ডিএসম্বর) বাজার তেমন পতন না হলেও মন্দা প্রবণতার মধ্যে লেনদেন শেষ করেছে। আজ ডিএসইর সূচক কমেছে ০.৪৭ পয়েন্ট। এমন মন্দার মধ্যেও এক বিমার শেয়ার ফ্লোর প্রাইস ভেঙ্গে ওপরে উঠেছে। কোম্পানিটি হলো-পাইওনিয়ার ইন্সুরেন্স।

স্টকনাও সূত্রে জানা যায়, আজ পাইওনিয়ার ইন্সুরেন্সের শেয়ার ফ্লোর প্রাইস ৬৮ টাকা ১০ পয়সা অতিক্রম করে ৬৯ টাকা ৯০ পয়সায় লেনদেন করেছে। তবে শেষবেলায় মন্দা প্রবণতার চাপে শেয়ারটি ফের ফ্লোর প্রাইসের দিকে ধাবিত হয়। তারপরও শেয়ারটির দাম ফ্লোর প্রাইসের ১০ পয়সা বেশিতে ক্লোজিং হয়।

এদিন পাইওনিয়ার ইন্সুরেন্সের ২ লাখ ৭৮ হাজার ৮০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা। যার গড় দাম দাঁড়িয়েছে ৬৮ টাক ১৫ পয়সায়।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর