ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে ৭০০ টন সার নিয়ে জাহাজ ডুবি, নিখোঁজ ১

২০২৩ ডিসেম্বর ১১ ১২:৩৯:৫৮
চট্টগ্রামে ৭০০ টন সার নিয়ে জাহাজ ডুবি, নিখোঁজ ১

জানা যায়, বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি করা সার নিয়ে লাইটার জাহাজটি বন্দর চ্যানেল দিয়ে এসে কোস্টগার্ডের কার্যালয়ের কাছে নোঙরের সময় ডুবে যায়।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গতকাল রাতে সদরঘাটের কর্ণফুলী ঘাটের বিপরীতে নদীর দক্ষিণ তীরে প্রায় ৭০০ টন সার বহনকারী এমভি মাকসুদা-২ জাহাজটি ডুবে যায়।’

জাহাজের ১২ ক্রু সাঁতরে নৌকা ও তীরের কাছাকাছি পৌঁছতে পারলেও জাহাজে থাকা আমদানি পণ্যের এক ব্যক্তিগত প্রহরীকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর