ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

এজিএমের তারিখ পিছিয়েছে ডেল্টা লাইফ

২০২৩ ডিসেম্বর ১০ ০৭:৩৩:৩৯
এজিএমের তারিখ পিছিয়েছে ডেল্টা লাইফ

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ৭ ডিসেম্বর আপিল বিভাগের আদেশে এজিএম স্থগিত করে ডেল্টা লাইফ। তবে কবে এজিএম অনুষ্ঠিত হবে সে বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

আপিল বিভাগের আদেশক্রমে ৩১ ডিসেম্বরের মধ্যেই কোম্পানিটির ৩৪, ৩৫ ও ৩৬তম এজিএম অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৯ অক্টোবর ডেল্টা লাইফের পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ ঘোষণার কথা জানায়।

ঘোষিত ডিভিডেন্ড ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে কোম্পানিটি প্রথমে গত ২৩ নভেম্বর এজিএম আহ্বান করেছিল। এরপর ১৩ নভেম্বর কোম্পানিটি জানায়, এজিএম ১০ ডিসেম্বর (আজ) অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ডেল্টা লাইফের পুনর্গঠিত পর্ষদের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের কারণে কোম্পানিটিতে জটিলতা তৈরি হয়েছে। কোম্পানিটির একজন স্বতন্ত্র পরিচালক ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তার স্থলে উচ্চ আদালতের অনুমোদনক্রমে নতুন করে খন্দকার সাবির মোহাম্মদ কবিরকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়। তিনি একই সঙ্গে কোম্পানিটির অডিট কমিটিরও চেয়ারম্যান।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০১৮ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ২০১৭ অর্থবছরে ২৫ শতাংশ ক্যাশ, ২০১৬ অর্থবছরে ২০ শতাংশ ক্যাশ ও ২০১৫ অর্থবছরে ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি।

১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে ৩৩.২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২০.২০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৬.৫১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

মার্কেট আওয়ার/আউয়াল

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর