ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ওষুধখাতে খাতে রিজার্ভ 

২০২২ ডিসেম্বর ০৪ ১৩:৫১:০৬
ওষুধখাতে খাতে রিজার্ভ 

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ রিজার্ভ রয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির রিজার্ভ রয়েছে ৫৮১৫ কোটি ৬৭ লাখ টাকা। এরপর রয়েছে রেনেটার ১৯৮৫ কোটি ৩৯ লাখ টাকা এবং বেক্সিমকো ফার্মার ১৮৩০ কোটি ৪৯ লাখ টাকা।

কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন ও রিজার্ভ নিচে দেওয়া হলো-

স্কয়ার ফার্মা :কোম্পানিটির পরিশোধিত মুলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ টাকা এবং রিজার্ভ ৬৭০২ কোটি ১২ লাখ টাকা। পরিশোধিত মুলধন থেকে রিজার্ভ বেশি রয়েছে ৫৮১৫ কোটি ৬৭ লাখ টাকা। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৪৭ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৩.৮৩ পয়েন্টে।

রেনেটা লিমিটেড :কোম্পানিটির পরিশোধিত মুলধন ৯৭ কোটি ৪৫ লাখ টাকা এবং রিজার্ভ ২০৮২ কোটি ৮৪ লাখ টাকা। পরিশোধিত মুলধন থেকে রিজার্ভ বেশি রয়েছে ১৯৮৫ কোটি ৩৯ লাখ টাকা। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৩০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ২৯.২৭ পয়েন্টে।

বেক্সিমকো ফার্মা :কোম্পানিটির পরিশোধিত মুলধন ৪৪৬ কোটি ১১ লাখ টাকা এবং রিজার্ভ ২২৭৬ কোটি ৬১ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মুলধন থেকে রিজার্ভ বেশি রয়েছে ১৮৩০ কোটি ৪৯ লাখ টাকা। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ২০.০৬ পয়েন্টে।

একমি ল্যাবরেটরিজ :কোম্পানিটির পরিশোধিত মুলধন ২১১ কোটি ৬০ লাখ টাকাএবং রিজার্ভ ১১৮১ কোটি ১ লাখ টাকা। পরিশোধিত মুলধন থেকে রিজার্ভ বেশি রয়েছে ৯৬৯ কোটি ৪৭ লাখ টাকা।গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১২.৭২ পয়েন্টে।

এসিআই লিমিটেড :কোম্পানিটির পরিশোধিত মুলধন ৬৩ কোটি ১১ লাখ টাকা এবং রিজার্ভ ৬৮৬ কোটি ৫২ লাখ টাকা। পরিশোধিত মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ৬২৩ কোটি ৪১ লাখ টাকা। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৮০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৬৪.৬৪ পয়েন্টে।

ওরিয়ন ফার্মা :কোম্পানিটির পরিশোধিত মুলধন ২৩৪ কোটি টাকা এবং রিজার্ভ ৭৫৫ কোটি ২২ লাখ টাকা। পরিশোধিত মুলধন থেকে রিজার্ভ বেশি রয়েছে ৫২১ কোটি ২২ লাখ টাকা। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৭.৩৭ পয়েন্টে।

লিবরা ইনফিউশন :কোম্পানিটির পরিশোধিত মুলধন ১ কোটি ৫০ লাখ টাকা এবং রিজার্ভ ১৮৯ কোটি ১ লাখ টাকা। পরিশোধিত মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছৈ ১৮৭ কোটি ৫৯ লাখ টাকা। গত বছর কোম্পানিটি কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৯২৯.৮১ পয়েন্টে।

এসিআই ফরমুলেশন :কোম্পানিটির পরিশোধিত মুলধন ৪৫ কোটি টাকা এবং রিজার্ভ ১৯৫ কোটি ২০ লাখ টাকা। পরিশোধিত মুলধন থেকে রিজার্ভ বেশি রয়েছে ১৫০ কোটি ২০ লাখ টাকা। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৩২.৯৫ পয়েন্টে।

গ্লেবাল হেভী কেমিক্যালস :কোম্পানিটির পরিশোধিত মুলধন ৭২ কোটি টাকা এবং রিজার্ভ ২১১ কোটি ৭৮ লাখ টাকা। পরিশোধিত মুলধনের তুলনায় রিজার্ভ বেশি রয়েছে ১৩৯ কোটি ৭৮ লাখ টাকা বা ২.৯৪ গুণ বা ১৯৪ শতাংশ। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৫৫ পয়েন্টে।

ইবনে সিনা ফার্মা :কোম্পানিটির পরিশোধিত মুলধন ৩১ কোটি ২৪ লাখ টাকা এবং রিজার্ভ ১৪৬ কোটি ৪৫ লাখ টাকা। পরিশোধিত মুলধন থেকে রিজার্ভ বেশি রয়েছে ১১৫ কোটি ২১ লাখ টাকা। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩৮.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৮.৮৮ পয়েন্টে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড :কোম্পানিটির পরিশোধিত মুলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা এবং রিজার্ভ ১০৯ কোটি ৪৪ লাখ টাকা। পরিশোধিত মুলধন থেকে রিজার্ভ বেশি রয়েছে ৭৭ কোটি ৯৪ লাখ টাকা। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৯০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৭.৪০ পয়েন্টে।

রেকিট বেনকিজার :কোম্পানিটির পরিশোধিত মুলধন ৪ কোটি ৭৩ লাখ টাকা এবং রিজার্ভ ৭৭ কোটি ৫০ লাখ টাকা। পরিশোধিত মুলধন থেকে রিজার্ভ বেশি রয়েছে ৭২ কোটি ৭৮ লাখ টাকা। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৪০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৪০.০৪ পয়েন্টে।

কোহিনূর কেমিক্যালস :কোম্পানিটির পরিশোধিত মুলধন ২২ কোটি ২০ লাখ টাকা এবং রিজার্ভ ৭৯ কোটি ২৮ লাখ টাকা। মুলধন থেকে রিজার্ভ বেশি রয়েছে ৫৭ কোটি ১ লাখ টাকা। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৪৬.৪৬ পয়েন্টে।

ওয়াটা কেমিক্যালস :কোম্পানিটির পরিশোধিত মুলধন ১৪ কোটি ৮২ লাখ টাকা এবং রিজার্ভ ৬৯ কোটি ৪৩ লাখ টাকা। পরিশোধিত মুলধন থেকে রিজার্ভ বেশি রয়েছে ৫৪ কোটি ৬১ লাখ টাকা। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৪০.০৩ পয়েন্টে।

জেএমআই সিরিঞ্জ :কোম্পানিটির পরিশোধিত মুলধন ২২ কোটি ১০ লাখ টাকা এবং রিজার্ভ ৬৭ কোটি ৫৯ লাখ টাকা। পরিশোধিত মুলধন থেকে রিজার্ভ বেশি রয়েছে ৪৫ কোটি ৪৯ লাখ টাকা। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৮৪.৩৯ পয়েন্টে।

ফার্মা এইডস :কোম্পানিটির পরিশোধিত মুলধন ৩ কোটি ১২ লাখ টাকাএবং রিজার্ভ ২২ কোটি ৬৪ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মুলধন থেকে রিজার্ভ বেশি রয়েছে ১৯ কোটি ৫২ লাখ টাকা বা ৭.২৫ গুণ বা ৬২৬ শতাংশ। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৩৮.২৬ পয়েন্টে।

সিলকো ফার্মা :কোম্পানিটির পরিশোধিত মুলধন ১০৩ কোটি ৮১ লাখ টাকা এবং রিজার্ভ ১২০ কোটি ৮৪ লাখ টাকা। পরিশোধিত মুলধন থেকে রিজার্ভ বেশি রয়েছে ১৭ কোটি টাকা বা ১.১৬ গুণ বা ১৬ শতাংশ। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৩০.১৯ পয়েন্টে।

বিকন ফার্মা :কোম্পানিটির পরিশোধিত মুলধন ২৩১ কোটি টাকা এবং রিজার্ভ ২৩২ কোটি ১ লাখ টাকা। পরিশোধিত মুলধনের মুলধন থেকে বেশি রয়েছে ১ কোটি ১ লাখ টাকা বা এক গুণ বা ০.৪৭ শতাংশ। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৫০.৮৯ পয়েন্টে।

এমবি ফার্মা :কোম্পানিটির পরিশোধিত মুলধন ২ কোটি ৪০ লাখ টাকা এবং রিজার্ভ ৩ কোটি ৩৯ লাখ টাকা। পরিশোধিত মুলধন থেকে রিজার্ভ বেশি রয়েছে ৯৯ লাখ টাকা বা ১.৪১ গুণ বা ৪১ শতাংশ। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৭০৫.৯২ পয়েন্টে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর