ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

স্টাইলক্রাফটের ব্যবসা পরিচালনা নিয়ে শঙ্কা

২০২২ ডিসেম্বর ০৪ ১৩:৪৫:২৬
স্টাইলক্রাফটের ব্যবসা পরিচালনা নিয়ে শঙ্কা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটির নিরীক্ষক কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব পর্যালোচনায় এ শঙ্কা প্রকাশ করেছে।

কোম্পানিটির নিরীক্ষক জানিয়েছে, আগের অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে কোম্পানিটির উল্লেখযোগ্য হারে বিক্রি কমেছে। এছাড়া, কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ এবং ব্যাংক ঋণ বেড়েছে। এই পরিস্থিতিতে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলে বলছে নিরীক্ষা প্রতিষ্ঠান।

কোম্পানির নিরীক্ষক জানিয়েছে, ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ী স্টাইলক্রাফট কর্তৃপক্ষ কর্মীদের মধ্যে ডব্লিউপিপিএফ ফান্ড বিতরণ করেনি। এছাড়া, কোম্পানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান লঙ্ঘন করে কস্ট প্রাইসে মজুদ পণ্য দেখিয়েছে।

১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় স্টাইলক্রাফট। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি ৮৯ লাখ টাকা। ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ ডিভিডেন্ড কেবল সাধারণ বিনিয়োগকারীদের জন্য। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১১ পয়সা।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর