ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার পেলেন ৬ লেখক

২০২২ নভেম্বর ১২ ২০:৪৯:৩৪
অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার পেলেন ৬ লেখক

গত ২০১৯ সাল থেকে অক্ষরবৃত্ত প্রকাশনী এ পুরস্কারের আয়োজন করে আসছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- শিশু সাহিত্যে (ভূতের গল্প) ইমরুল ইউসুফ, কিশোর সাহিত্যে (সায়েন্স ফিকশন) নাসরীন মুস্তাফা, মননশীল সাহিত্যে (প্রবন্ধ) অমল বড়ুয়া, ভ্রমণ সাহিত্যে (ভ্রমণকাহিনী) রফিক আহমদ খান, বিবিধ ক্যাটাগরিতে (প্রকৃতি) হাসান জাহিদ ও ডা. আহাদ আদনান (স্বাস্থ্য)। মোট ১০টি ক্যাটাগরিতে লেখকদের এ পুরস্কার দেয়া হয়েছে।

পুরস্কারের বিষয়ে প্রকাশক আনিস সুজন বলেন, মৌলিক সাহিত্যকর্ম তুলে আনার লক্ষ্যেই এ আয়োজন। ১০টি ক্যাটাগরিতে সারা দেশ থেকে প্রায় তিন হাজার পাণ্ডুলিপি জমা পড়ে। দেশের খ্যাতিমান সাহিত্যিকরা নিজ নিজ শাখায় বিচারকের দায়িত্বে ছিলেন। কয়েক ধাপে বাছাই শেষে ৬টি পাণ্ডুলিপি নির্বাচন করা হয়।

পুরস্কার পাওয়া পাণ্ডুলিপিগুলো বই আকারে ২০২৩ সালের বইমেলায় প্রকাশ করা হবে। এছাড়া পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে দেয়া হয়েছে নগদ সম্মানী, ক্রেস্ট, সনদ ও প্রশংসাপত্র।

হাবির/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর