ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা

২০২৩ ডিসেম্বর ০৮ ১০:০৯:৫৫
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার ৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২১ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৩২ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ১৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০০ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৪২ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৪৫ লাখ ৬৯ হাজার ৮৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৩৪ শতাংশ। এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের ৬৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার টাকার, এমারেন্ড ওয়েলের ৬৪ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ৬১ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকার, সী পার্ল রিসোর্টের ৫৪ কোটি ১১ লাখ ২০ হাজার টাকার, এস কে ট্রিমসের ৫২ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকার, প্যাসেফিক ডেনিমসের ৫১ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকার এবং মুন্নু সিরামিকের ৫০ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর