ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সূচক বাড়লেও শেয়ারবাজারে কমেছে লেনদেন

২০২৩ ডিসেম্বর ০৭ ১৫:৩৬:০৯
সূচক বাড়লেও শেয়ারবাজারে কমেছে লেনদেন

বৃহস্পতিবার ডিএসইতে ৪৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।আজ ডিএসইতে আগের দিন থেকে ৭৮ কোটি ৭৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫২৮ কোটি ৯৫ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর