ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

২০২৩ ডিসেম্বর ০৭ ১০:২৯:১৩
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

১৩ সদস্যের ওয়ানডে দলে রয়েছে তিন নতুন মুখ। নিউজিল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডে হবে ১৭ ডিসেম্বর ডানেডিনে। তার পর ২০ ডিসেম্বর নেলসনে দ্বিতীয় ও ২৩ ডিসেম্বর নেপিয়ারে তৃতীয় ও শেষ ম্যাচ।

কেন উইলিয়ামসন, টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়েদের হোম সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে চলমান টেস্ট সিরিজে আছেন তারা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার জশ ক্লার্কসন এবং ২২ বছর বয়সী পেসার উইল ও’রুর্কে।

২১ বছর বয়সী লেগ স্পিনার অ্যাডি অ্যাশক ওয়ানডে দলে প্রথমবার ডাক পেলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক করেছেন গত আগস্টে। অ্যাশককে শেষ দুটি ম্যাচের জন্য নেওয়া হয়েছে। আরেক অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি শুধু প্রথম ম্যাচটি খেলবেন। দলটির নেতৃত্বে থাকবেন টম ল্যাথাম।

বিশ্বকাপ থেকে মাত্র ৭জন খেলোয়াড়কে এই দলে নেওয়া হয়েছে। রয়েছেন বিশ্বকাপে আলো ছড়ানো রাচিন রবীন্দ্রও। চোটের কারণে মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জেমস নিশাম, বেন লিস্টার ও হ্যানরি শিপলি বিবেচিত হননি। আর ট্রেন্ট বোল্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), অ্যাডি অ্যাশক, ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, ইশ সোধি, উইল ইয়াং।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর