ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দেশে করযোগ্য ব্যক্তির সংখ্যা ১ কোটি ১৬ লাখ

২০২২ ডিসেম্বর ০৪ ১২:৩৫:৩৮
দেশে করযোগ্য ব্যক্তির সংখ্যা ১ কোটি ১৬ লাখ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, দেশের একটি বড় অংশ এখনো করের বাইরে রয়েছে। তাদেরকে করের আওতায় আানার জন্য রাজস্ব বিভাগ সারাদেশে কর অফিস বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে।

শনিবার ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘কাস্টমস্, ভ্যাট অ্যান্ড ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, বর্তমানে দেশে টিআইএনধারীর সংখ্যা ৮৩ লাখ, যদিও গত অর্থবছরে আয়কর রিটার্ন দাখিল হয়েছে মাত্র ২৫ লাখ ৩০ হাজার, বিষয়টি মোটেই আশাব্যঞ্জক নয়।

আয়কর রিটার্ন দাখিলের ব্যাপারে ব্যক্তি পর্যায়ে আরো উদ্যোগী হওয়া ও সচেতনতা বাড়ানোর উপর জোরারোপ করেন তিনি।

কর্মশালায় অন্যান্যের মধ্যে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান ও ঊর্ধ্বতন সহ-সভাপতি আরমান হক বক্তব্য রাখেন।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর