ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

একদিন পরই বিমার শেয়ারে ঢালাও পতন

২০২৩ ডিসেম্বর ০৫ ১৮:৩১:৫৮
একদিন পরই বিমার শেয়ারে ঢালাও পতন

আজ লেনদেনের শুরু থেকেই বিমার শেয়ারে নেতিবাচক প্রবণতা দেখা যায়। আগের দিন দর বৃদ্ধির দাপটে থাকা খাতটিতে একের পর এক শেয়ার দাম কমে যায়। অন্যদিকে, অন্যান্য খাতের শেয়ার দাম ইতিবাচক ধারায় ফিরে। দিনের শেষ পর্যন্ত বিমার শেয়ার আর পতনের বৃত্ত থেকে উঠতে পারেনি।

আগের দিন সাধারণ বিমার ৪১টি কোম্পানির মধ্যে ৩৭টি দর বেড়েছিল। আর বাকি ৫টির দর অপরিবর্তিত ছিল। আর সাধারণ বিমার ২৯টিরই দর কমেছে। বেড়েছে মাত্র ৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৮টির।

অন্যদিকে, আগের দিন জীবন বিমার ৮টির দাম বেড়েছিল। কমেছিল ৫টির। আজ বেড়েছে ২টির। কমেছে ৬টির।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর