ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নিউজিল্যান্ডে নতুন সরকারের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

২০২৩ ডিসেম্বর ০৫ ১০:৩৯:১১
নিউজিল্যান্ডে নতুন সরকারের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

আজ নিউজিল্যান্ড সরকারের ৫৪তম সংসদ অধিবেশনের দিন। এ দিনেই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে দেশটির রাজনৈতিক দল ‘তে পাতি মাওরি’।

প্রগ্রেসিভ লেবার পার্টির ৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে গত অক্টোবরের নির্বাচনে ক্ষমতায় বসে ন্যাশনাল পার্টি, নিউজিল্যান্ড ফার্স্ট ও এসিটি নিউজিল্যান্ড জোট। এই জোট ক্ষমতায় বসার পরপরই মাওরি ভাষার ব্যবহার বন্ধের নীতিমালা তৈরি করেছে।

এই নীতিসহ আরও বেশ কিছু নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছেন নিউজিল্যান্ডরে মানুষ। মাওরি নেতা রাউইরি ওয়াইতিতি বলেন, এটি নিছক কোনো প্রতিবাদ নয়। আমাদের কণ্ঠস্বরকে শুনুন। আমাদের ভাষা নিয়ে গর্বিত হোন।

পুলিশ বলেছে, বিক্ষোভের কারণে বেশ কয়েকটি রাস্তায় যানজট তৈরি হয়েছে। এ সময় বিক্ষোভ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৩১ বছর বয়সী ক্যাথি হিউজ নামের একজন বিক্ষোভকারী বলেন, সরকারের নতুন নীতিমালা নিয়ে আমি খুব উদ্বীগ্ন। তাই বিক্ষোভে অংশ নিয়েছি। এসিটি নিউজিল্যান্ড দলের নেতা ডেভিড সেমুর বলেন, সরকার যখন দেশের সব সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন কতিপয় মানুষ বিক্ষোভের নামে নাটক করছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর