ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‌কলকাতায় ‘সেরা বাঙালি’ চঞ্চল চৌধুরী

২০২৩ ডিসেম্বর ০৪ ১১:১১:০৩
‌কলকাতায় ‘সেরা বাঙালি’ চঞ্চল চৌধুরী

পুরস্কার হাতে নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি আপ্লুত, অভিভূত। সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতে এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত। অভিনয়শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু।’

তিনি বলেন, ‘শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। সবার আগে আমার নিজের দেশ। শিল্পচর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির কৃতিত্বটা পুরো টিমের, আমার একার না। সবাই চেষ্টা করেছেন, কষ্ট করেছেন। এ কারণেই একটি সিনেমা হয়েছে।’

প্রসঙ্গত, ‘হাওয়া’ সিনেমার জন্য সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল। এ নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যাট্রিক করলেন দুই বাংলায় সাড়া জাগানো এই অভিনেতা।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর