ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শাহরুখ খান আটক

২০২২ নভেম্বর ১২ ২০:৪৭:৩৭
শাহরুখ খান আটক

শনিবার (১২ নভেম্বর) মুম্বাই বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।

শাহরুখ খান একটি প্রাইভেট বিমানে দুবাই থেকে ফিরছিলেন। তার কাছে ১৮ লাখ টাকা মূল্যের একটি ঘড়ি ছিল। ৬ লাখ ৮৩ টাকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। শনিবার সেখান থেকে ফিরছিলেন তিনি।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী যা করা উচিত ছিল সবই করেছেন শাহরুখ। ফলস্বরূপ, এটি পরিত্রাণ পেতে খুব বেশি দেরি হয় না। এরপর বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন অভিনেতা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারের বিষয়ে শাহরুখের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আনন্দবাজারের খবর অনুযায়ী, শনিবার দুবাই থেকে মুম্বই ফিরছিলেন শাহরুখ। খুব দামি ঘড়ির কেস নিয়ে যাওয়ায় তাকে আটক করে কাস্টমস অফিসের কর্মকর্তারা।

এদিকে নতুন বছরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবি 'পাঠান'। এই ছবিটি মুক্তি পাবে ২৫ জানুয়ারী ২০২৩ এ। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। এরই মধ্যে ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে।

হাবির/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর