ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিল বাকি থাকায় স্টেডিয়ামে বিদ্যুৎ বন্ধ

২০২৩ ডিসেম্বর ০১ ১৮:১০:৪১
বিল বাকি থাকায় স্টেডিয়ামে বিদ্যুৎ বন্ধ

জানা যায়, ২০০৮ সালে স্টেডিয়ামটি চালু হলেও ২০০৯ সালের পর থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি কর্তৃপক্ষ। স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎ বিল বকেয়া ৩ কোটি ১৬ লাখ ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যা (৪ কোটি ১৮ লাখ) টাকারও বেশি। বিল বকেয়া থাকার কারণে পাঁচ বছর আগেই স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ কোম্পানি। এর ফলে স্টেডিয়ামটিতে জেনারেটর ব্যবহার করে রাতের ম্যাচ আয়োজন করে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন।

শুধু তাই নয়, ভারত–অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টিতেও ফ্লাডলাইট, দর্শক গ্যালারি ও বক্সের জন্য জেনারেটরের ব্যবস্থা করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।

এনডিটিভি জানিয়েছে, স্টেডিয়ামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি প্রথম নজরে আসে ২০১৮ সালে। সেখানে একটি হাফ–ম্যারাথন প্রতিযোগিতার সময় বিদ্যুতের জন্য হইচই শুরু করে অ্যাথলেটরা। তখন জানা যায়, স্টেডিয়ামটি চালুর পরের বছর থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি স্টেডিয়াম কর্তৃপক্ষ।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর